হালাল পশুর কোন কোন অঙ্গ খাওয়া জায়েজ

আহলে হ্বক বাংলা মিডিয়া সার্ভিসজায়েয-নাজায়েয৫ মে, ২১

প্রশ্ন

জবাই কৃত পশু, যেমন, গরু, ছাগল, উট, দুম্বা ইত্যাদির কোন কোন অংশ খাওয়া হারাম? গরু বা ছাগলের মেরুদন্ডের ভিতরের রগ খাওয়া কী হালাল?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

হালাল পশুর ৭টি অঙ্গ হারাম। যথা-

১. প্রবাহিত রক্ত

২. নর প্রাণীর পুং লিঙ্গ

৩. অন্ডকোষ

৪. মাদী প্রাণীর স্ত্রী লিঙ্গ

৫. মাংসগ্রন্থি

৬. মুত্রথলি

৭. পিত্ত

এছাড়া বাকি সবই খাওয়া জায়েজ।

সুতরাং রগজাতীয় যাবতীয় বস্তুই খাওয়া জায়েজ নয়। সেই হিসেবে মেরুদন্ডের ভিতরগত রগও খাওয়া জায়েজ হবে না। মাকরূহ হবে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • বাদাউস সানায়ে, খন্ড: , পৃষ্ঠা: ২৯০
  • সূরা: আ'রাফ, আয়াত: ১৫৭

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ৫ মে, ২১