কোরবানির গরুতে আকিকার জন্য অংশ

মাসিক আল কাউসারকুরবানী ও আকিকা৩ এপ্রিল, ২১

প্রশ্ন

কুরবানীর গরুতে আকীকার জন্য অংশ দেওয়া যাবে কি? আমরা স্বামী-স্ত্রীর পক্ষ থেকে কুরবানীর দুই অংশ, মৃত বাবা-মার দুই অংশ এবং মেয়ে ও ছেলের আকীকার তিন অংশ-এভাবে এক গরুতে কুরবানী ও আকীকা করতে চাই। এটা জায়েয হবে কি?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

হ্যাঁ, কুরবানীর গরুর সাত ভাগে আকীকার অংশ দেওয়া জায়েয। এতে কুরবানী ও আকীকা দু’টোই আদায় হবে। আপনি প্রশ্নে যেভাবে বলেছেন সেভাবে কুরবানী ও আকীকা করতে পারবেন।

- والله اعلم باالصواب -

সূত্র

  • ফাতাওয়া খানিয়া, খন্ড: , পৃষ্ঠা: ৩৫০
  • বাদায়েউস সানায়ে, খন্ড: , পৃষ্ঠা: ২০৯
  • মুসান্নাফ ইবনে আবী শায়বা, খন্ড: , পৃষ্ঠা: ২৪৪
  • মুসান্নাফ আবদুর রাযযাক, খন্ড: , পৃষ্ঠা: ৩৩১
  • শরহুল মুহাযযাব, খন্ড: , পৃষ্ঠা: ৪০৬
  • রদ্দুল মুহতার, খন্ড: , পৃষ্ঠা: ৩২৬

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ৩ এপ্রিল, ২১