তারাবির খতম শেষে সূরা বাকারার কিছু অংশ পড়া

মাসিক আল কাউসারনামায২৫ মার্চ, ২১

প্রশ্ন

হাফেয সাহেবগণ রমযান মাসে তারাবীর নামাযে কুরআন খতম করার পর সূর বাকারার কিছু অংশ পড়ে থাকেন। এ ব্যাপারে শরীয়তের বিধান কী?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

হাদীস শরীফে কুরআন মজীদ একবার খতম হলে পুনরায় তা শুরু করার কথা বলা হয়েছে। সুতরাং এ নিয়মটি নামাযের বাইরের তেলাওয়াতে যেমন মুস্তাহাব তেমনিভাবে নামাযের খতমেও অনুসরণীয়। অবশ্য ১৯ তম রাকাতে খতম করে ২০ তম রাকাতে শুরু থেকে পড়ার চেয়ে উত্তম হল, ১৮ তম রাকাতে খতম করে শেষ দুই রাকাতে শুরু থেকে কিছু অংশ তিলাওয়াত করা। যেন প্রথম ও দ্বিতীয় রাকাতে কিরাতের ধারাবাহিকতা বহাল থাকে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • জামে তিরমিযী, খন্ড: , পৃষ্ঠা: ১৪৩
  • আলইতকান, খন্ড: , পৃষ্ঠা: ৩০০
  • খুলাসাতুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ৯৮
  • আদ্দুররুল মুখতার, খন্ড: , পৃষ্ঠা: ৫৪৬

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৫ মার্চ, ২১