নেক আমলের ফায়দা

ইসলামী জিন্দেগীআকীদা২৩ ফেব, ২১

প্রশ্ন

প্রতিটি নেক আমাল করার সময় সেই আমলের লাভ স্বরনে রেখে আমল করা কি ভালো? আমি যদি, নামায পরলে কি কি লাভ না জেনে নামায পড়ি, এতে কি আল্লাহ আমাকে নামাযের লাভ প্রদান করবেন না? আমি জানতে চাই, নেক আমলের লাভ জেনে আমল করলে  আল্লাহ বেশী খুশী হন, নাকি লাভ না জেনে আমল করলেও সমান খুশী হন। দয়া করে বিস্তারিত জানালে খুশি হব।

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

প্রতিটি নেক আমল করার সময় সেই আমলের লাভ স্বরনে রেখে আমল করা ভালো। যাতে ঐ আমলটা শুধু অভ্যাসের কারণে না হয়ে, আল্লাহ তা‘আলার সন্তুষ্টি এবং সাওয়াব লাভের উদ্দেশ্যে হয়। আর লাভ জেনে নামায পড়লে, নামাযের আগ্রহ ও একাগ্রতা বৃদ্ধি পায়, ফলে নামায সুন্দর হয় এতে আল্লাহ তা‘আলা খুশি হন এবং অধিক সাওয়াবেরও আশা করা যায়।

উল্লেখ্য, যেসকল মুবাহ কাজ রয়েছে যেমন- খাওয়া-দাওয়া, পান করা, ব্যবসা বানিজ্য, হালাল রিযিক উপার্জন ইত্যাদি। এগুলো যদি আল্লাহর হুকুম মনে করে রাসূলের তরীকায় করা হয়, তাহলে সাওয়াবের অধিকারী হওয়া যায়।

- والله اعلم باالصواب -

সূত্র

  • সহীহ বুখারী, খন্ড: , পৃষ্ঠা: ১৬
  • ইন‘আমুল বারী, খন্ড: , পৃষ্ঠা: ১৮৯
  • ইন‘আমুল বারী, খন্ড: , পৃষ্ঠা: ৪৮২
  • সূরা: মুলক, আয়াত:

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৩ ফেব, ২১