কবরে স্মৃতিফলক স্থাপন

ইসলামী জিন্দেগীবিবিধ২২ ফেব, ২১

প্রশ্ন

কবরের শিয়রে স্মৃতি ফলক স্থাপন করা জায়িয কিনা? তাতে কুরআনের আয়াত লিখে দিলে, মৃত ব্যক্তির রুহের ফায়দা হবে কিনা?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

কবরের শিয়রে স্মৃতি ফলক স্থাপন করা কেবল এ উদ্দেশে জায়িয আছে যে, উক্ত কবর যাতে নিঃশ্চিহৃ হয়ে না যায় এবং পদদলিত না হয়। তাই এ ক্ষেত্রেও শুধু নাম-ঠিকানা লিখার অনুমতি আছে। আর যদি এরুপ আশংকা না থাকে, তাহলে স্মৃতি ফলক স্থাপন করা জায়িয হবে না। কারণ- সেক্ষেত্রে এটা অপচয় বলে গণ্য হবে।

স্মৃতি ফলকের উপর কোন আয়াত লিখে দিলে আয়াতের বেহুরমতীর আশংকা প্রবল তাই তা মাকরূহ হবে এবং তা করার দ্বারা মৃত ব্যক্তির কোন ফায়দা হওয়ার কথা কুরআন–হাদীসের কোথাও পাওয়া যায় না।

- والله اعلم باالصواب -

সূত্র

  • ফাতাওয়া শামী, খন্ড: , পৃষ্ঠা: ২৩৭
  • খাইরুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ৫৫০

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২২ ফেব, ২১