ঈমান আনার পর কোন নেক আমল না করলেও কি ব্যক্তি জান্নাতে যাবে

আহলে হ্বক বাংলা মিডিয়া সার্ভিসআকীদা১৮ এপ্রিল, ২১

প্রশ্ন

ঈমান আনার পর নেক আমল না করলেও কি কোন ব্যক্তি জান্নাতী হয়ে যাবে। কোন সওয়াবের কাজ করেনি শুধু গোনাহই করেছে, উক্ত ব্যক্তি কি জান্নাতে যেতে পারবে?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

যদি কোন ব্যক্তি ঈমান আনার পর ইন্তেকাল করে। নেক আমল করার সুযোগই না পায়, তাহলে উক্ত ব্যক্তি সত্য দ্বীন গ্রহণ করার কারণে আল্লাহ তাআলার রহমাতে সে জান্নাতী হবে। আর যদি নেক আমল করার সুযোগ পায়, কিন্তু নেক আমল না করে বরং গোনাহে লিপ্ত হয়, তাহলে উক্ত ব্যক্তি নীতি অনুপাতে শুরুতেই জান্নাতে প্রবেশ করবে না। তবে গোনাহের শাস্তির পর জান্নাতে প্রবেশ করবে। সুতরাং ঈমান ও আমল দু’টি ভিন্ন বিষয়। শুধু ঈমানের উপর জান্নাতের সুসংবাদ ঠিকই আছে। তবে গোনাহ থেকে বাঁচার শর্তের সাথে। যদি গোনাহ করে তাহলে শাস্তি পাবার পর জান্নাতী হবে। সেই হিসেবে ঈমান থাকলেই জান্নাতী বক্তব্যটিও সঠিক।

- والله اعلم باالصواب -

সূত্র

  • مرقاة المفاتيح, খন্ড: , পৃষ্ঠা: ৯৪

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১৮ এপ্রিল, ২১