নামাযে আঙ্গুল নাড়াচাড়া করা

ইসলামী জিন্দেগীনামায২৩ ফেব, ২১

প্রশ্ন

আমাদের দেশের মুরুব্বীগণ বলে থাকেন যে, নামাযের মধ্যে ডান পায়ের বুড়ো আঙ্গুল নাড়া চাড়া করলে, বা একটু আগে পিছে হটলে নামায নষ্ট হয়ে যায়। একথা ঠিক কিনা?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

এটা একটা ভুল কথা দেশে প্রচলিত হয়ে গেছে- একথাটা ঠিক নয়। নামাযের মধ্যে পায়ের বুড়ো আঙ্গুল নাড়া চাড়া করলে তাতে নামায নষ্ট হয় না। কিন্তু বিনা প্রয়োজনে নামাযের মধ্যে এরকম করা উচিত নয়। নামাযে স্থির থাকা নামাযের আদব।

- والله اعلم باالصواب -

সূত্র

  • ফাতাওয়া দারুল উলুম, খন্ড: , পৃষ্ঠা: ৪৯
  • আলমগীরী, খন্ড: , পৃষ্ঠা: ১০৩

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৩ ফেব, ২১