তাকবীরে তাহরীমার সময় হাতের আঙ্গুল মিলিয়ে রাখা

মাসিক আল কাউসারনামায১৯ এপ্রিল, ২১

প্রশ্ন

আমি তাকবীরে তাহরীমার সময় হাত আঙ্গুল মিলানো অবস্থায় কান পর্যন্ত উঠাই। কিন্তু আমাকে একজন বললেন, তাকবীরে তাহরীমার সময় আঙ্গুল স্বাভাবিকভাবে ফাঁকা রাখতে হয়। তার কথা কি সঠিক?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

তাকবীরে তাহরীমার জন্য হাত উঠানোর সময় হাতের আঙ্গুলগুলো স্বাভাবিক নিয়মে ফাঁকা রাখা সুন্নত। এ সময় আঙ্গুল মিলিয়ে রাখার বিধান নেই।

- والله اعلم باالصواب -

সূত্র

  • মাবসূত, খন্ড: , পৃষ্ঠা: ১১
  • বাদায়েউস সানায়ে, খন্ড: , পৃষ্ঠা: ৪৬৫
  • ফাতাওয়া তাতারখানিয়া, খন্ড: , পৃষ্ঠা: ৪৯
  • ফাতাওয়া খানিয়া, খন্ড: , পৃষ্ঠা: ৮৫
  • শরহুল মুনইয়াহ, পৃষ্ঠা: ৩০০

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১৯ এপ্রিল, ২১