আযানের সময় আঙ্গুল চুম্বন করা

ইসলামী জিন্দেগীবিবিধ২৪ ফেব, ২১

প্রশ্ন

আযানের সময় হুজুর c -এর নাম মুবারক শুনার পর আঙ্গুল চুম্বন করা এবং আঙ্গুল দিয়ে চোখ মলা কি জরুরী?

আমাদের এলাকায় কোন কোন মানুষ এরূপ করে থাকেন এবং কেউ না করলে তাকে ওহাবী ইত্যাদি বলে গালী দেন। এ সম্পর্কে শরী‘আতের হুকুম কি?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

আযানের সময় হুজুর c -এর নাম শুনে আঙ্গুল চুম্বন করা এবং চোখে লাগানো কোন মারফু সহীহ হাদীস দ্বারা প্রমাণিত নয়। এ কাজকে সুন্নাত মনে করা ভুল। অবশ্য অতীতের কোন কোন আলেম চোখের ব্যাথা দূর করার জন্য এবং দৃষ্টি বৃদ্ধির জন্য চিকিৎসা স্বরূপ এরূপ করেছেন। এখনো যদি কেউ সুন্নাত বা মুস্তাহাবের গুরুত্ব না দিয়ে চোখের উপকারের জন্য চিকিৎসা স্বরূপ এরূপ করে তাহলে করতে পারে। কিন্তু শর্ত হল যে, কেউ যদি না করে তাহলে তাকে খারাপ মনে করতে পারবে না এবং ওহাবী ইত্যাদি বলতে পারবে না। যদি খারাপ মনে করে বা ওহাবী ইত্যাদি বলে, তাহলে তা সম্পূর্ণ হারাম ও নাজায়িয হয়ে যাবে। কেননা মুস্তাহাব নিয়ে বাড়াবাড়ি করা নাজায়িয। আর এ আমল তো মুস্তাহাবও নয়। বরং এক ধরনের চিকিৎসা মাত্র। সুতরাং এটা নিয়ে বাড়াবাড়ি করা চরম মূর্খতা।

- والله اعلم باالصواب -

সূত্র

  • ফাতাওয়া রহীমিয়া, খন্ড: , পৃষ্ঠা: ৫৮
  • ফাতাওয়া মাহমুদিয়া, খন্ড: , পৃষ্ঠা: ১৮৬

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৪ ফেব, ২১