এক মুষ্টি দাড়ির পরিমাণ

মাসিক আল কাউসারজায়েয-নাজায়েয৮ মার্চ, ২১

প্রশ্ন

দাড়ি এক মুষ্ঠি রাখা ওয়াজিব। তা কি চার আঙ্গুল পরিমাণ রাখলেই যথেষ্ট কি না? কেউ বলেন, পাঁচ আঙ্গুলে এক মুষ্ঠি। তাই পাঁচ আঙ্গুল পরিমাণ লম্বা হতে হবে। এখন এর শরয়ী সমাধান কী? উত্তর দিয়ে কৃতজ্ঞ করবেন।

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

মুষ্ঠি আর চার আঙ্গুল এক কথা নয়। হাতের মুষ্ঠি চার আঙ্গুলের চেয়ে লম্বা। হাদীসে মুষ্ঠি দাড়ির অতিরিক্ত কাটার কথা আছে। তাই থুতনির নিচ থেকে দাড়ি মুঠ করে ধরে মুষ্ঠির নিচের দাড়ি কাটতে পারবে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • ফাতহুল বারী, খন্ড: ১০, পৃষ্ঠা: ৩৬২
  • উমদাতুল কারী, খন্ড: ২২, পৃষ্ঠা: ৪৭
  • মুসান্নাফ ইবনে আবী শায়বা, খন্ড: ১৩, পৃষ্ঠা: ১১২
  • শরহু মুসলিম নববী, খন্ড: , পৃষ্ঠা: ১২৯
  • আদ্দুররুল মুখতার, খন্ড: , পৃষ্ঠা: ৪০৭
  • ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: , পৃষ্ঠা: ৩৫৮
  • আলবাহরুর রায়েক, খন্ড: , পৃষ্ঠা: ২৮০
  • ফাতহুল মুলহিম, খন্ড: , পৃষ্ঠা: ৪২১
  • সহীহ বুখারী, হাদীস নং: ৫,৮৯২

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ৮ মার্চ, ২১