নামাজে অকারনে হাত পা নাড়াচাড়া করা

মাসিক আল কাউসারনামায১৪ মার্চ, ২১

প্রশ্ন

আমাদের এলাকায় এক ব্যক্তির দাড়ি নাড়ানো অভ্যাস। প্রায় সময় সে দাড়ি নাড়াচাড়া করে। নামাযের মধ্যেও মাঝে মধ্যে অভ্যাসগত কারণে দাড়িতে চলে যায়। অবশ্য তিনি এ জন্য এক হাতই ব্যবহার করে থাকেন। জানতে চাই, এ কারণে তার নামাযের কোনো ক্ষতি হবে কি? আর তার জন্য কী করণীয়?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

নামাযে খুশ-খুযু তথা নামাযের প্রতি পূর্ণ নিবিষ্টচিত্ত থাকা জরুরি। কুরআন মজীদে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, (তরজমা) মুমিনগণ সফলকাম, যারা নিজেদের সালাতে বিনয়-নম্র।’ -সূরা মুমিনুনঃ ১-২

হাদীস শরীফে এসেছে, রাসূলুল্লাহ c এক ব্যক্তিকে নামায অবস্থায় দাড়ি নিয়ে খেলা করতে দেখে ইরশাদ করেন-যদি তার অন্তর নিবিষ্ট থাকত তবে তার অঙ্গ-প্রত্যঙ্গগুলোও নিবিষ্ট হত। -মুসান্নাফ আবদুর রাযযাক ২/২৬৩

সুতরাং নামায অবস্থায় বিশেষ প্রয়োজন ছাড়া হাত, অঙ্গ-প্রত্যঙ্গ নাড়াচাড়া করা থেকে বিরত থাকা কর্তব্য। নামায অবস্থায় অযথা দাড়িতে হাত দেওয়া মাকরূহ। তাই এ অভ্যাস ত্যাগ করা জরুরি।

- والله اعلم باالصواب -

সূত্র

  • মুসান্নাফ আবদুর রাযযাক, খন্ড: , পৃষ্ঠা: ২৬৩
  • বাদায়েউস সানায়ে, খন্ড: , পৃষ্ঠা: ৫০৩
  • ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: , পৃষ্ঠা: ১০৫
  • শরহুল মুনইয়া, পৃষ্ঠা: ৪৪১
  • আলবাহরুর রায়েক, খন্ড: , পৃষ্ঠা: ১৯
  • খুলাসাতুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ৫৭
  • রদ্দুল মুহতার, খন্ড: , পৃষ্ঠা: ৬২৪
  • সূরা: মুমিনুন, আয়াত:

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১৪ মার্চ, ২১