শুকনা পাক কাপড় বা হাত পেশাবে বা নাপাক ভিজা কাপড় বা অন্য কিছুতে কি পরিমাণ বা কেমনভাবে লাগলে নাপাক হবে? শুধু স্পর্শতেই কি নাপাক হয়ে যাবে?
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
শুকনা পাক কাপড় বা হাত পেশাবে বা নাপাক ভিজা কাপড় বা অন্য কিছুতে যদি এ পরিমাণ লাগে যে, শুকনো বস্তু নিংড়ালে তা হতে পানি ঝরে বা হাত ভিজে যায়। তাহলে পাক বস্তু নাপাক হয়ে যাবে। শুধু স্পর্শ করার দ্বারা পাক বস্তু নাপাক হবে না।
- والله اعلم باالصواب -