কাপড় বা শরীরে প্রস্রাব লাগলে করণীয়

ইসলামী জিন্দেগীপবিত্রতা২২ ফেব, ২১

প্রশ্ন

আমার ছোট বাচ্চা যখন-তখন প্রস্রাব করে দেয়। ফলে আমার কাপড়সহ শরীরের বিভিন্ন অংশ ভিজে নাপাক হয়ে যায়। যার দরুন প্রতিবার গোসল করে শরীর পাক করা সম্ভব হয় না। তাই সব সময় নামায আদায় করতে পারি না। আমার প্রশ্ন হচ্ছে প্রস্রাব লাগা কাপড় পরিবর্তন করে ও ভিজা কাপড় দ্বারা শরীর মুছে দিলে বা পানি দ্বারা ধৌত করে নামায পড়লে নামায আাদায় হবে কি-না?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

বাচ্চাদের প্রস্রাব লাগা কাপড় পরিবর্তন করে এবং শরীরের যে অংশে প্রস্রাব লেগেছে, সে অংশ পানি দ্বারা ধৌত করে অথবা ভিজা অঙ্গটি পবিত্র ভিজা কাপড় দ্বারা তিনবার মুছে নামায পড়লে নামায আাদায় হবে।

উল্লেখ্য যে, নির্দিষ্ট সময়ে নামায আদায় করা ফরয, এসব সাধারণ অযুহাতে নামায কাযা করা জায়িয হবে না।

- والله اعلم باالصواب -

সূত্র

  • নাসবুর রায়াহ, খন্ড: , পৃষ্ঠা: ১২৮
  • আদ্দুরুলমুখতার, খন্ড: , পৃষ্ঠা: ৩০৯
  • হিদায়া, খন্ড: , পৃষ্ঠা: ৭৮
  • ফাতাওয়া দারুল উলূম, খন্ড: , পৃষ্ঠা: ২৮৩
  • ফাতাওয়া আলমগীরী, খন্ড: , পৃষ্ঠা: ৪৩
  • সূরা: নিসা, আয়াত: ১০৩

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২২ ফেব, ২১