দূর থেকে করর যিয়ারত করা

ইসলামী জিন্দেগীমৃত্যু ও আনুষঙ্গিক২২ ফেব, ২১

প্রশ্ন

লাইলাতুল বরাত আসলে কিছুসংখ্যক লোক হালুয়া-রুটি পাকায়। তারপর বাড়ী বাড়ী মিলাদ পড়ে। আবার কবরস্থানে গিয়ে কবর যিয়ারত করে। ফজরের ফরয নামাযের পর কবরস্থানে গিয়ে কবর যিয়ারত করে। এর ফযীলত কতটুকু জানতে চাই। বাসায় থেকে কবর যিয়ারত করা যায় কিনা?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

যিয়ারত আরবী শব্দ। এর অর্থ- সাক্ষাত বা দর্শন। দূর থেকে কবর যিয়ারত করা যায় না। তবে কবরবাসীর জন্য সাওয়াব রেসানী করা যায়। কবর যিয়ারতের জন্য কবরের পার্শ্বে আসা আবশ্যক। কবর যিয়ারতের অনেক ফযীলত আছে। যেমন মিশকাত শরীফের এক হাদীসে আছে- হুজুর c বলেছেন- “তোমরা কবর যিয়ারত কর। কেননা- এ যিয়ারত মৃত্যুকে স্মরণ করিয়ে দেয়।” কবর যিয়ারত কোন সময় বা দিনের সাথে খাছ নয়, সব সময়ই করা যায়।

শবে বরাত উপলক্ষে হালুয়া-রুটি বিলি করা, প্রচলিত গলদ আকীদা সহ কিয়ামওয়ালা মিলাদ ইত্যাদি মনগড়া কাজ, সম্পূর্ণ বিদ‘আত। শরী‘আতে এসবের কোন স্বীকৃতি নেই।

- والله اعلم باالصواب -

সূত্র

  • ফাতাওয়া মাহমূদিয়া, খন্ড: , পৃষ্ঠা: ১৭৯
  • আহসানুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ৩৪৭
  • কিফায়াতুল মুফতী, খন্ড: , পৃষ্ঠা: ১৪১

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২২ ফেব, ২১