কবরে রাখার দুআ ও কবরস্ত করার পর দুআর প্রমাণ

আহলে হ্বক বাংলা মিডিয়া সার্ভিসমৃত্যু ও আনুষঙ্গিক১৯ এপ্রিল, ২১

প্রশ্ন

আমার মাইয়াত কে কবরস্থ করার পর আমরা যে দুয়া করি তার কোনো দলিল আছে কিনা?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، قَال: حَضَرْتُ ابْنَ عُمَرَ فِي جِنَازَةٍ، فَلَمَّا وَضَعَهَا فِي اللَّحْدِ، قَال: «بِسْمِ اللَّهِ، وَفِي سَبِيلِ اللَّهِ، وَعَلَى مِلَّةِ رَسُولِ اللَّهِ» فَلَمَّا أُخِذَ فِي تَسْوِيَةِ اللَّبِنِ عَلَى اللَّحْدِ قَال: «اللَّهُمَّ أَجِرْهَا مِنَ الشَّيْطَانِ، وَمِنْ عَذَابِ الْقَبْرِ، اللَّهُمَّ جَافِ الْأَرْضَ عَنْ جَنْبَيْهَا، وَصَعِّدْ رُوحَهَا، وَلَقِّهَا مِنْكَ رِضْوَانًا» قُلْت: يَا ابْنَ عُمَرَ أَشَيْءٌ سَمِعْتَهُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَمْ قُلْتَهُ بِرَأْيِكَ؟ قَال: «إِنِّي إِذًا لَقَادِرٌ عَلَى الْقَوْلِ، بَلْ شَيْءٌ سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»

ইমাম সাঈদ বিন মুসায়্যিব থেকে বর্ণিত। তিনি বলেন, আমি একদা হযরত আব্দুল্লাহ বিন ওমর e এর সাথে শরীক হলাম। যখন মাইয়্যেতকে কবরে রাখা হল, তখন তিনি (ইবনে ওমর e ) বললেন, বিসমিল্লাহি ওয়া ফী সাবীলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ”। যখন দাফন শেষ হয়ে গেল, মাটি কবরের উপর বরাবর করে দেয়া হচ্ছিল। তখন তিনি এ দুআ পড়লেন- اللَّهُمَّ أَجِرْهَا مِنَ الشَّيْطَانِ، وَمِنْ عَذَابِ الْقَبْرِ، اللَّهُمَّ جَافِ الْأَرْضَ عَنْ جَنْبَيْهَا، وَصَعِّدْ رُوحَهَا، وَلَقِّهَا مِنْكَ رِضْوَانًا • আমি বললাম, হে ইবনে ওমর! আপনি এ দুআ কি নিজের পক্ষ থেকে পড়েছেন না রাসূল c থেকে শুনেছেন? তিনি বললেন, আমি এটি রাসূল c থেকে শুনেছি।

মূলত উক্ত হাদীসের উপর ভিত্তি করেই দাফনের পর দুআ করা হয়। দাফনের পর দুআ করাকে জরুরী মনে করা বিদআত। তবে যেহেতু এমন সময় সুওয়াল জওয়াব শুরু হয়, আর হযরত আব্দুল্লাহ বিন ওমর e থেকে হাদীসও রয়েছে দাফনের পর দুআ করার তাই এ সময়ে দুআ করাতে কোন সমস্যা নেই। কিন্তু জরুরী বা আবশ্যকীয় মনে করা যাবে না।

- والله اعلم باالصواب -

সূত্র

  • সুনানে ইবনে মাজাহ, হাদীস নং: ১,৫৫৩
  • শরহুস সুন্নাহ লিলবাগাবী, হাদীস নং: ১,৫১৪
  • আলমুজামুল কাবীর লিততাবারী, হাদীস নং: ১৩,০৯৪
  • সুনানে কুবরা লিলবায়হাকী, হাদীস নং: ৭,০৬১
  • আলমুসনাদুল জামে, হাদীস নং: ৭,৪৬১

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১৯ এপ্রিল, ২১