দাফনের পর লাশ স্থানান্তর

ইসলামী জিন্দেগীবিবিধ২২ ফেব, ২১

প্রশ্ন

আমাদের এলাকায় কবরস্থানে কোন মুর্দা দাফন করলে ২/১ বৎসর পর কবরস্থানের সব কবর নষ্ট করে সেই স্থানে নতুন মুর্দা দাফন করা হয়।

কবরের চিহ্ন না থাকায় কবরের কাছে দাঁড়িয়ে যিয়ারত করা যায় না। এমতাবস্থায় সেই কবরস্থান থেকে কবর অন্য কোন স্থানে স্থানান্তর করা যায় কি না? যাতে মুর্দার সন্তানরা সব সময় কবরের পাশে দাঁড়িয়ে জিয়ারত করতে পারে।

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

মৃত ব্যক্তির কোন স্থানে বা গোরস্থানে দাফন করার পর সেই লাশকে অন্যত্র স্থানান্তরিত করা শরী‘আতের দৃষ্টিতে নিষেধ। সুতরাং বর্ণিত উযরের কারণে কবর অন্যত্র স্থানান্তরিত করা যাবে না। তাছাড়া কবর যিয়ারত করার জন্য কবরের চিহ্ন থাকাও কোন জরুরী নয়।

অবশ্য অন্যের জমি জবর দখল করে দাফন করে থাকলে এবং সেই জমির মালিক আপত্তি জানালে লাশ স্থানান্তরিত করা জায়িয আছে। এ ধরণের ওজর ছাড়া লাশ স্থানান্তরিত করা নাজায়িয।

উল্লেখ্য, দাফনের পর লাশ মাটি দেওয়ার আগে বিনা উযরে এ কবর সমান করে অন্যকে দাফন করার কাজে ব্যবহার না করা চাই।

- والله اعلم باالصواب -

সূত্র

  • আলমগীরী, খন্ড: , পৃষ্ঠা: ১৬৭

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২২ ফেব, ২১