হাড্ডি উঠিয়ে অন্যস্থানে দাফন করা

ইসলামী জিন্দেগীবিবিধ২২ ফেব, ২১

প্রশ্ন

পুরাতন কবরের হাড্ডি উঠিয়ে অন্য স্থানে দাফন করা যাবে কিনা এবং পুরাতন কবরস্থানে ঘর-বাড়ী তৈরি করে বসবাস করা যাবে কিনা?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

শরয়ী উযর ব্যতীত কবরের লাশ বা পুরানো হাড্ডি অন্য কবরস্থানে বা অন্য কোন জায়গায় দাফন করা জায়িয নয়। তবে যদি কারো জমিতে তার অনুমতি ব্যতিরেকে দাফন করা হয়ে থাকে এবং জমির মালিক তার জমি থেকে লাশ উঠিয়ে নিতে বলে, তাহলে সেক্ষেত্রে স্থানান্তরিত করা জায়িয আছে। অনুরূপভাবে কবর অধিক পুরাতন হয়ে যাওয়ার পরে যখন মনে হয় যে, মুর্দার হাড্ডিও মাটি হয়ে গেছে (আনুমানিক ১০/১২ বৎসর পর) তখন তার উপর অন্য কবর খনন করা যেতে পারে এবং ওয়াকফকৃত গোরস্থান না হলে তার উপর ঘর-বাড়ী তোলা, মসজিদ মাদ্রাসা ইত্যাদি বানানোও জায়িয আছে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • ইমদাদুল আহকাম, খন্ড: , পৃষ্ঠা: ৭২৭

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২২ ফেব, ২১