জুম‘আর খুৎবা আরবী ভাষায় পড়া জরুরী কি-না? না মাতৃভাষায় দিলেও চলবে?
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
খুৎবা আরবী ভাষায় পড়া গুরুত্বপূর্ণ সুন্নাতে মুআক্কাদা। এটা এমন একটি সুন্নাত-যার উপর হুযূর c , সাহাবায়ে কেরাম, তাবেয়ীন ও তাবয়ে-তাবেয়ীন সকলের যুগে ধারাবাহিকভাবে আমল হয়ে আসছে এবং কেউ এর বিপরীত করেননি। আরবীতে খুৎবা না পড়ে তার পরিবর্তে সে সময় শুধু তার তরজমা করা বা অন্য কোন ভাষায় ওয়ায-নসীহত করা মাকরূহ। অনেকে খুৎবাকে ওয়ায-নসীহত মনে করে এবং এজন্য তারা মাতৃভাষায় বলার দাবী করে। কিন্তু কুরআনে সূরায়ে জুম‘আর ৯ নং আয়াতে খুৎবাকে যিকির বলা হয়েছে, যা একটি ইবাদত। সুতরাং নামাযের ক্বিরা‘আতের অর্থ মুসল্লীগণ না বঝুলেও যেমন বাংলায় বলা যায় না, তেমনিভাবে খুৎবা না বুঝলেও তা বাংলায় বলা যায় না। তবে যদি কথা প্রসঙ্গে কোন বিষয় এসে যায়, তবে তা মুসল্লীদের বোধগম্য ভাষায় বলতে পারে। যেমন, খুৎবার সময় কেউ কথা বলছে, তাকে তখন মাতৃভাষায় নিষেধ করা।
- والله اعلم باالصواب -