খুতবার পূর্ববর্তী আযান

ইসলামী জিন্দেগীমসজিদ-মাদ্রাসার বিধান২৪ ফেব, ২১

প্রশ্ন

মুসলামন নামধারী কতিপয় ব্যক্তি বলে থাকে যে, জুমু‘আর নামাযের খুতবায় দাঁড়ানোর পূর্বে আযান দেয়া জায়িয নয়। তাই এতদসম্পর্কে বিস্তারিত জানতে ইচ্ছুক।

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

জুমু‘আর দুই আযানের প্রথমটি হল জুমু‘আর প্রস্তুতির জন্য। অর্থাৎ, এ কথা জানানোর জন্য যে, জুমু‘আর নামাযের সময় একেবারে নিকটবর্তী। সুতরাং তোমরা ক্রয়-বিক্রয় সহ যাবতীয় কাজ-কর্ম স্থগিত রেখে জুমু‘আর নামাযের প্রস্তুতি গ্রহণ কর। আর দ্বিতীয় আযান দেয়া হয় খুতবা শ্রবণের প্রস্তুতি গ্রহণের জন্য। অর্থাৎ একথা জানানোর জন্য যে, এখন থেকে খুতবা শুরু হচ্ছে সুতরাং নফল নামায ও তাসবীহ পাঠ ইত্যাদি ছেড়ে দিয়ে একাগ্রচিত্তে খুত শ্রবণের প্রস্তুতি গ্রহণ কর।

প্রথম আযানটি মসজিদের বাইরে দেওয়াই উত্তম। আর দ্বিতীয় আযান দিতে হবে মসজিদের ভিতরে ইমাম সাহেবের সম্মুখে দাঁড়িয়ে। এটাই শরী‘আতের হুকুম। সাহাবায়ে কিরামের যুগ থেকে ১৪০০ বছর পর্যন্ত এর উপর আমল হয়ে আসছে। তাই লোকেরা যা বলছে তা সঠিক নয়।

- والله اعلم باالصواب -

সূত্র

  • আল-বাহরুর রায়িক, খন্ড: , পৃষ্ঠা: ১৫৭
  • ফাতাওয়ায়ে মাহমুদিয়া, খন্ড: , পৃষ্ঠা: ৫৮
  • আহসানুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ১২৬
  • আবূ দাউদ শরীফ, খন্ড: , পৃষ্ঠা: ১৫৫
  • সূরা: জুমু‘আ, আয়াত:

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৪ ফেব, ২১