একাধিক ব্যক্তি মিলে জুম‘আর খুৎবা পড়া

ইসলামী জিন্দেগীনামায২৪ ফেব, ২১

প্রশ্ন

জুম‘আর নামাযের প্রথম খুৎবা দুইজন পড়তে পারবে কি-না? অথবা প্রথম খুৎবা একজন এবং দ্বীতীয় খুৎবা অন্যজন পরতে পারবে কি-না?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

জুম‘আর খুৎবা একজনকেই পড়তে হবে। ধারাবাহিকতার সহিত এ নিয়মই চলে আসছে। প্রথমে খুৎবা দু’জনে বা প্রথম খুৎবা একজন এবং দ্বীতীয় খুৎবা অন্যজন পড়ার নযীর আমাদের জানা নাই।

- والله اعلم باالصواب -

সূত্র

  • শামী, খন্ড: , পৃষ্ঠা: ১৫৯
  • ইমদাদুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ৬৭৫

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৪ ফেব, ২১