এক জনের খুৎবা ও অন্যজনের ইমামতী

ইসলামী জিন্দেগীনামায২৩ ফেব, ২১

প্রশ্ন

আমরা জানতাম জুম‘আর নামাযে খুৎবা যিনি দিবেন, ইমামতীও তিনি করবেন। কিন্তু আমাদের এলাকার মসজিদে গত জুম‘আর ইমাম সাহেব খুৎবা দিলেন এবং পীর সাহেবকে নামায পড়াতে অনুরোধ করায় তিনি নামায পড়ালেন। এতে কোন অসুবিধা আছে কি-না?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

জুম‘আ বা ঈদের নামাযে যিনি খুৎবা দিবেন, তিনিই ইমামতী করবেন- এটাই উত্তম। তবে অন্য কেউ ইমামতী করলেও জায়িয হবে। চাই কোন উযর হোক বা না-হোক উভয় সুরতে অন্যেও ইমামতী করতে পারেন।

- والله اعلم باالصواب -

সূত্র

  • শামী, খন্ড: , পৃষ্ঠা: ১৬২

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৩ ফেব, ২১