আমরা বাসা-বাড়ীতে যে চাকর-চাকরানী রেখে থাকি। তাদেরকে কুরবানীর গোশত খাওয়ানো যাবে কি-না?
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
কুরবানীর গোশত বাসা-বাড়ীর চাকর-চাকরানীকে বেতন হিসেবে খাওয়ানো জায়িয হবে না। বেতন হিসেবে না খাওয়ায়ে যদি এমনিতেই খাওয়ায়, তাহলে কোন অসুবিধা হবে না। দারুল উলূম দেওবন্দের মুফতী মাহদী হাসান সাহেব i বলেছেন, কুরবানী বা আকীকার গোশত বেতনের মধ্যে শামিল হবে না। কারণ, মালিক যখন ঐ গোশত স্বীয় ঘরে এনে পাকায়, তখন কুবরানীর গোশতরে হুকুম খতম হয়ে সাধারণ খানার ন্যায় হয়ে যায়ে। কাজেই চাকরকে খাওয়াত কোন অসুবিধা নেই।
- والله اعلم باالصواب -