কুরবানীর গোস্ত জমা করে রাখা

ইসলামী জিন্দেগীকুরবানী ও আকিকা২৩ ফেব, ২১

প্রশ্ন

আমরা সারা জীবন জেনে আসছি যে, কুরবানীর গোশত সাধারণতঃ তিন ভাগ করা হয়। তার মধ্যে এক ভাগ নিজেদের। এক ভাগ আত্মীয়-স্বজনের, এক ভাগ ফকীর মিসকীনদের দিতে হয়। কিন্তু গত ঈদে আমাদের মসজিদের শ্রদ্ধেয় ইমাম সাহেব ঈদের খুৎবায় বলেছেন যে, কুরবানীর সমস্ত গোশত নিজে খেতে পারবে। তিনি আরও বলেন-এই গোশত ৬ মাস রেখে খাওয়া যাবে। আমাদের প্রশ্ন হলো-পুরা গোশত খাওয়া জায়িয আছে কি-না? ৬ মাস রেখে গোশত খাওয়া যাবে কি-না?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

কুরবানীর গোশত তিন ভাগে ভাগ করে এক ভাগ নিজে, এক ভাগ আত্মীয়-স্বজন ও একভাগ গরীবদের মধ্যে বিলিয়ে দেয়া ওয়াজিব নয়। বরং উত্তম বা মুস্তাহাব। সুতরাং কেউ যদি তিন ভাগ না করে নিজেরাই সব খেয়ে ফেলে, তাতেও কোন গুনাহ নেই।

গোশত কুরবানীর ৬ মাস কেন, তার চেয়ে বেশী সময় রেখে খাওয়া জায়িয আছে। সুতরাং সবটা খাওয়া জায়িয থাকলেও উত্তম নয়।

- والله اعلم باالصواب -

সূত্র

  • হিদায়া, খন্ড: , পৃষ্ঠা: ৫০
  • ফাতাওয়ায়ে মাহমূদিয়া, খন্ড: ১৪, পৃষ্ঠা: ৩৩৫
  • আদ্দুররুল মুখতার, খন্ড: , পৃষ্ঠা: ৩২৮

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৩ ফেব, ২১