গরম পানিতে চুবানো ড্রেসিং করা মুরগীর গোস্ত খাওয়ার হুকুম কি

আহলে হ্বক বাংলা মিডিয়া সার্ভিসজায়েয-নাজায়েয১১ মে, ২১

প্রশ্ন

যদি মুরগী ড্রেসিং করার গরম পানিতে দেওয়া হয় তাহলে সেই মুরগীর গোশত খাওয়া কী হালাল হবে?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

মুরগীর পেটে থাকা নাড়িভুরি তথা ময়লা বের করার পর যদি ড্রেসিং করে তাহলে উক্ত মুরগী খাওয়াতে কোন সমস্যা নেই। কিন্তু ময়লা বের না করে যদি গরম পানিতে চুবানো হয়, আর তাতে নাড়িভুরির ময়লা গোস্তের সাথে মিলে যায়, তাহলে উক্ত মুরগী নাপাক সাব্যস্ত হবে, এবং তার গোস্ত খাওয়া জায়েজ হবে না। আর সাধারণতঃ মুরগীর নাড়িভুরি বের না করে গরম পানিতে রাখলে মুরগীর গোস্তের সাথে নাড়িভুরির নাপাক মিশে দুর্গন্ধ হওয়ার প্রবল সম্ভাবনা থাকে, তাই একাজটি অবশ্য বর্জনীয়।

- والله اعلم باالصواب -

সূত্র

  • الفقه على المذاهب الأربعة, খন্ড: , পৃষ্ঠা: ২৫
  • رد المحتار, খন্ড: , পৃষ্ঠা: ৫৪৪
  • الفتاوى التاتارخانية, খন্ড: , পৃষ্ঠা: ১৮৫

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১১ মে, ২১