কুরবানীর গোস্তের বন্টন

ইসলামী জিন্দেগীকুরবানী ও আকিকা২৩ ফেব, ২১

প্রশ্ন

আমরা জানি কুরবানীর গোস্ত তিনটি ভাগে ভাগ করতে হয়, কিন্তু আমাদের গ্রামের একজন বলল, গরীবদের কুরবানীর গোস্ত দিলেও চলে, না দিলেও চলে। এ ব্যাপারে শরীয়তের বিধান জানতে চাই?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

কুরবানী দাতার জন্য কুবরানীর গোস্ত বন্টন করার মুস্তাহাব পন্থা হল তিন ভাগ করে এক ভাগ নিজের জন্য, এক ভাগ আত্মীয়-স্বজনদের জন্য হাদিয়া দিবে এবং আরেকভাগ গরীব মিসকীনদেরকে দান করবে। এটা মুস্তহাব বা উত্তম। সুতরাং কেউ সম্পূর্ণ গোস্ত নিজের জন্য রাখতে পারে। তাতে কুরবানীর কোন ক্ষতি হবে না।

- والله اعلم باالصواب -

সূত্র

  • আদদুররুল মুখতার, খন্ড: , পৃষ্ঠা: ৩২৮

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৩ ফেব, ২১