কুরবানির গোশতের উপর সদকা

মাসিক আল কাউসারকুরবানী ও আকিকা২৪ ফেব, ২১

প্রশ্ন

জনাব,আমি কুরবানির সময় আমার মরহুম বাবার নামেও কুরবানি দিয়ে থাকি। প্রশ্ন হচ্ছে, এ কুরবানির গোশত কি সদকা করে দিতে হবে?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

না, সদকা করা জরুরি নয়। মৃত ব্যক্তির ছওয়াবের উদ্দেশ্যে যে নফল কুরবানি করা হয় তার গোশত সাধারণ কুরবানির মতোই। নিজেরাও খেতে পারবেন এবং অন্যকেও দিতে পারবেন।

- والله اعلم باالصواب -

সূত্র

  • ফাতাওয়া খানিয়া, খন্ড: , পৃষ্ঠা: ৩৫২
  • আলমুহীতুল বুরহানী, খন্ড: , পৃষ্ঠা: ৪৭৩
  • ফাতাওয়া বাযযাযিয়া, খন্ড: , পৃষ্ঠা: ২৯৫
  • খুলাসাতুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ৩২২

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৪ ফেব, ২১