কাদিয়ানীর জানাযা পড়া

ইসলামী জিন্দেগীমৃত্যু ও আনুষঙ্গিক২২ ফেব, ২১

প্রশ্ন

কোন কাদিয়ানীর জানাযার নামায পড়া কোন মুসলমানের জন্য জায়িয আছে কি-না?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

সারা পৃথিবীর আলেম, মুফতী, মুসলিম বুদ্ধিজীবি ও অধিকাংশ মুসলিম দেশের ইসলামী আদালতের রায় এই যে, খতমে নবুওয়াত বা মুহাম্মাদ c শেষ নবী একথা অমান্য করার দরুণ কাদিয়ানী সম্প্রদায় কাফির। আর কোন কাফিরের জানাযা পড়া মুসলমানের জন্য জায়িয নয়। সুতরাং কোন মুসলমানের জন্য কাদিয়ানীর জানাযায় নামাযে অংশগ্রহণ করাও জায়িয হবে না।

- والله اعلم باالصواب -

সূত্র

  • ফাতাওয়া মাহমূদিয়া, খন্ড: , পৃষ্ঠা: ৩০৭

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২২ ফেব, ২১