কাদিয়ানীরা কি কাফের

ইসলামী জিন্দেগীআকীদা৮ ফেব, ২১

প্রশ্ন

গোলাম আহমদ কাদিয়ানী এবং তার আকীদায় বিশ্বাসী লোকজন মুসলমান, না কাফের, এ ব্যাপারে বিস্তারিত জানতে ইচ্ছুক।

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

বিশ্বের সমস্ত হাক্কানী উলামায়ে কিরাম ও মুফতীগণের সর্বসম্মত সিদ্ধান্ত হলো, গোলাম আহমদ কাদিয়ানী ও তার অনুসারী গোষ্ঠি খতমে নবুওয়াত অর্থাৎ, হযরত মুহাম্মদ c -এর শেষ নবী হওয়াকে অস্বীকার করার দরুন কাফির এবং একটি অমুসলিম বাতিল ফিরকাহ।

কোন মুসলমান তাদের এ ভ্রান্ত বিশ্বাসের সাথে ঐক্যমত পোষন করলে সাথে সাথে তার ঈমান চলে যাবে। বর্তমানে বাংলাদেশে এদের প্রাদুর্ভাব লক্ষ্য করা যাচ্ছে। ধর্মপ্রাণ মুসলমানদের ঐক্যবদ্ধভাবে এসব কাফির ও ঈমান ধ্বংসকারীদের প্রতিহত করা জরুরী এবং ঈমানী দায়িত্ব।

এ ব্যাপারে বিস্তারিত জানার জন্য কাদিয়ানীদের সম্পর্কে হক পন্থী উলামায়ে কিরামের লিখা বই পুস্তক পড়া জরুরী।

دعوة النبوة بعد نبينا صلي الله عليه وسلم كفر بالاجماع. سمعت بعضهم يقول اذا لم يعرف الرجل ان محمدا صلي الله عليه وسلم اخر الانبياء عليهم و علي نبينا السلام فليس بمسلم (شرح فقه اكب: 202)

- والله اعلم باالصواب -

সূত্র

  • ফাতওয়ায়ে দারুল উলূম , খন্ড: ১২, পৃষ্ঠা: ৩৩৪

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ৮ ফেব, ২১