একাধিক মাইয়্যেতের জানাযা একত্রে পড়ানো

মাসিক আল কাউসারমৃত্যু ও আনুষঙ্গিক৫ এপ্রিল, ২১

প্রশ্ন

একাধিক জানাযা একত্রিত হলে নামায পড়ার পদ্ধতি কী হবে? প্রত্যেকটির জন্য পৃথকভাবে নামায পড়া আবশ্যক? না একসাথে পড়ারও সুযোগ আছে? জানিয়ে বাধিত করবেন।

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

একাধিক জানাযা একত্র হলে প্রত্যেকটির জন্য ভিন্ন ভিন্ন নামায পড়া উত্তম। তবে সবগুলো একত্র করে একসাথে নামায পড়ে নেওয়ারও অবকাশ আছে। সূলুল্লাহ c ওহুদ প্ ন্তরে একত্রে দশ-দশজন শহীদের জানাযা নামায পড়িয়েছেন। হযরত ওসমান বিন আফফান e , আবদুল্লাহ বিন ওমর ও হযরত আবু হু য় e প্রমুখ বিশিষ্ট সাহাবীদের থেকেও একাধিক মাইয়্যেতের একত্রে জানাযা পড়ানো প্রমাণিত আছে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • সুনানে ইবনে মাজাহ, পৃষ্ঠা: ১০৯
  • মারাসীলে আবু দাউদ, পৃষ্ঠা: ৪২৭
  • শরহু মাআনিল আছার, পৃষ্ঠা: ৩২২
  • মুয়াত্তা মালেক, খন্ড: , পৃষ্ঠা: ২৩০
  • মুসান্নাফ আবদুর রাযযাক, খন্ড: , পৃষ্ঠা: ৪৬৫
  • সুনানুল কুবরা, বায়হাকী, খন্ড: , পৃষ্ঠা: ৩৩
  • আলমুহীতুল বুরহানী, খন্ড: , পৃষ্ঠা: ৭৭
  • খুলাসাতুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ২২৪
  • বাদায়েউস সানায়ে, খন্ড: , পৃষ্ঠা: ৫৬
  • আলবাহরুর রায়েক, খন্ড: , পৃষ্ঠা: ১৮৭
  • ফাতাওয়া তাতারখানিয়া, খন্ড: , পৃষ্ঠা: ১৫৭
  • মুসান্নাফ ইবনে আবী শাইবা, হাদীস নং: ৩২,৮২২

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ৫ এপ্রিল, ২১