মৃত বাচ্চা জন্ম নিলে তার জানাযা পড়া লাগবে কি না

মাসিক আল কাউসারমৃত্যু ও আনুষঙ্গিক৩১ ডিসেম্বর, ২০

প্রশ্ন

জনাব কয়েকদিন আগে মৃত অবস্থায় আমার এক বাচ্চা ভূমিষ্ঠ হয়। তাকে জানাযার জন্য মসজিদে নেওয়া হলে ইমাম সাহেব বলেন, ‘বাচ্চা মৃত অবস্থায় জন্ম নিলে জানাযা দিতে হয় না’। একথা বলে হালকা দুআ করে আমাকে ফিরিয়ে দিলেন। জানার বিষয় হল, তার এই কথা কি ঠিক?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

হাঁ, ইমাম সাহেবের কথা ঠিক। মৃত অবস্থায় প্রসবকৃত বাচ্চার জানাযা দিতে হয় না। রাসূলুল্লাহ c ইরশাদ করেন- الطِّفْلُ لَا يُصَلَّى عَلَيْهِ، وَلَا يَرِثُ، وَلَا يُورَثُ حَتَّى يَسْتَهِلَّ • বাচ্চা আওয়াজ না করলে (অর্থাৎ মৃত অবস্থায় ভূমিষ্ঠ হলে) তার জানাযা দিতে হয় না এবং সে কারো ওয়ারিস হবে না এবং তারও কেউ ওয়ারিস হবে না। -জামে তিরমিযী, হাদীস ১০৩২

- والله اعلم باالصواب -

সূত্র

  • -মুছান্নাফে ইবনে আবি শাইবা, খন্ড: , পৃষ্ঠা: ১১,৭১৭
  • আছার, খন্ড: , পৃষ্ঠা: ১১,৭১৭
  • কিতাবুল আছল, খন্ড: , পৃষ্ঠা: ৩৪৬
  • ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: , পৃষ্ঠা: ১৫৯
  • ফাতাওয়া তাতারখানিয়া, খন্ড: , পৃষ্ঠা: ১০
  • ফাতাওয়া খানিয়া, খন্ড: , পৃষ্ঠা: ১৮৭
  • রদ্দুল মুহতার, খন্ড: , পৃষ্ঠা: ২২৮

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ৩১ ডিসেম্বর, ২০