দেশের বিভিন্ন স্থানে মুর্দাকে দাফন করার পরে কবরের পার্শে দাঁড়িয়ে আযান দেয়া হয়। এটা শরী‘আতের দৃষ্টিতে জায়িয আছে কিনা?
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
মুর্দাকে দাফন করার পরে কবরের উপর আযান দেয়ার শরী‘আতে কোন প্রমাণ নেই। সুতরাং কবরের উপর আযান দেয়া নিষেধ।
- والله اعلم باالصواب -