আযান না দিয়ে ইফতারের ঘোষণা দেয়া

ইসলামী জিন্দেগীরোজা২০ ফেব, ২১

প্রশ্ন

(ক) যদি কোথাও রামাযান মাসে ইফতারের সময় হলে আযান না দিয়ে ইফতার করার জন্য  এলান দেয়া হয় এবং ১৫/২০ মিনিট পরে আযান দেয়া হয় তাহলে এর দ্বারা আযান দেয়ার সুন্নাত আদায় হবে কি-না?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

যদি রামাযান মাসে ইফতারের সময় হওয়ার সাথে সাথে আযান না দিয়ে শুধু এলান দেয়া হয়, আর মাগরিবের আযান ১৫/২০ মিনিট পরে দিয়ে আযানের পর পরই জামাআত করা হয়, তাহলে এটাই হবে উত্তম তরীকা। তা না করে যদি ওয়াক্ত হওয়ার সাথে সাথে আযান দেয়া হয় এবং ১৫/২০ মিনিট পর ইফতার হতে ফারিগ হয়ে জামাআত শুরু হয়, এতেও সুন্নাত আদায় হয়ে যাবে। রামাযানের কারণে বা অন্য কোন বিশেষ কারণে এতটুকু দেরী করার অনুমতি শরীয়তে আছে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • আবু দাউদ শরীফ, খন্ড: , পৃষ্ঠা: ৬০
  • মিশকাত শরীফ, খন্ড: , পৃষ্ঠা: ৬১
  • হাশিয়ায়ে দারুল উলূম, খন্ড: , পৃষ্ঠা: ৪৫
  • ফাতাওয়া শামী, খন্ড: , পৃষ্ঠা: ৩৬৯
  • আহসানুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ১৩৮
  • হালাবী কাবীর, পৃষ্ঠা: ২৩৪

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২০ ফেব, ২১