মসজিদের ভিতরে আযান দেওয়া উত্তম না বাইরে

ইসলামী জিন্দেগীমসজিদ-মাদ্রাসার বিধান২৪ ফেব, ২১

প্রশ্ন

বেহেশতী গাওহার কিতাবে উল্লেখ আছে যে, জুমু‘আর সানী আযান ব্যতীত বাকী সকল আযান মসজিদের বাহিরে দিবে। মসজিদে দেয়া মাকরূহে তানযীহী। কিন্তু বর্তমানে বাংলাদেশের অধিকাংশ মসজিদে মাইক দিয়ে মসজিদের ভিতর থেকে আযান দেয়া হয়। শরী‘আতের দৃষ্টিতে এটা কিরূপ?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

বেহেশতী গাওহারের মধ্যে এ মাসাআলাটি এরূপভাবে লিখা রয়েছে যে, মসজিদের মধ্যে আযান দেয়া সুন্নাতের খিলাপ। কেননা আযান দ্বারা উদ্দেশ্য হল- লোকদেরকে একথা জানানো যে, কিছুক্ষণের মধ্যেই জামা‘আত কায়িম হবে। আর এ কথাও স্পষ্ট যে, মসজিদের মধ্যে আযান দিলে আওয়ায দূরে যায় না। তাই মসজিদের বাইরে কোন উঁচু জায়গায় দাঁড়িয়ে আযান দিতে হয়।

বর্তমানে মাইকের দ্বারা মসজিদের ভিতর থেকে বা কোন নীচু জায়গায় দাঁড়িয়ে আযান দিলে যদিও আওয়ায দূরে যায় তথাপিও মাইকের দ্বারা মসজিদের ভিতরে দাঁড়িয়ে আযান দেয়া উত্তম নয়। দীনের আসল আকৃতি বিদ্যমান রাখা কর্তব্য। তাই ‍উত্তম হল-মসজিদের বাইরে কোন রুমে হিফাযতের সাথে মাইক রাখার ব্যবস্থা করবে এবং সেই রুম থেকে আযান দিবে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • আহসানুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ২৯৪
  • রদ্দুল মুহতার, খন্ড: , পৃষ্ঠা: ৩৮৪
  • ফাতাওয়া আলমগীরী, খন্ড: , পৃষ্ঠা: ৫৫
  • ই’লাউস সুনান, খন্ড: , পৃষ্ঠা: ৪৯

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৪ ফেব, ২১