কবরস্থান স্থানান্তর করা

ইসলামী জিন্দেগীবিবিধ২২ ফেব, ২১

প্রশ্ন

কোন কবর বা কবরস্থান যদি নদী বা খালে ভেঙ্গে যাওয়ার উপক্রম হয়, কিংবা কোন ময়লা-আবর্জনার স্তুপে নষ্ট হয়ে যাওয়ার আশংকা থাকে, তাহলে ঐ কবর বা কবরস্থান স্থানান্তর করা জায়িয হবে কি?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

কবরগুলো যে অবস্থায় আছে, সে অবস্থায়ই থাকবে। নদী বা খালে সেগুলো ভেঙ্গে গেলেও স্থানান্তর করা যাবে না। তবে সেখানে ময়লা-আবর্জনা ফেলা বন্ধ করার ব্যবস্থা করতে হবে। উক্ত অবস্থায় কবর স্থানান্তর করা বৈধ নয়।

- والله اعلم باالصواب -

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২২ ফেব, ২১