কবরস্থানে বাড়ি নির্মান করা

মাসিক আল কাউসারবিবিধ২৪ ফেব, ২১

প্রশ্ন

আমাদের গ্রামের বাড়িতে একটি ব্যক্তিগত পুরাতন কবরস্থান রয়েছে। তাতে ১০ থেকে ৩০ বছরের পুরানো কবর আছে। এখন আমি সেখানে বাড়ি নির্মাণ করতে চাচ্ছি। এটি ছাড়া বাড়ি করার উপযোগী আর কোনো স্থান নেই। জানার বিষয় হল, সে স্থানে বাড়ি করতে শরীয়তের কোনো নিষেধ আছে কি না?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

প্রশ্নের বর্ণনা অনুযায়ী ঐ কবরস্থানটি যেহেতু অধিক পুরাতন এবং আপনাদের ব্যক্তিমালিকানাধীন তাই কবরগুলো সমান করে দিয়ে তাতে বাড়ি নির্মাণ করা জায়েয হবে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: , পৃষ্ঠা: ১৬৭
  • আলবাহরুর রায়েক, খন্ড: , পৃষ্ঠা: ১৯৫
  • আদ্দুররুল মুখতা, খন্ড: , পৃষ্ঠা: ২৩৮

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৪ ফেব, ২১