পুরাতন কবর স্থানান্তরিত করণ

ইসলামী জিন্দেগীবিবিধ২২ ফেব, ২১

প্রশ্ন

কিছুদিন পূর্বে আমি কয়েক কাঠা জমি বিক্রয় করি। সেখানে একটি কবর ছিল। তবে বিক্রির সময় কবরের জায়গাটুকু বাদ রাখা হয়। কিন্তু ক্রেতা সে জমির চতুর্পাশে বাউন্ডারী দেয়াল নির্মাণ করেছে এবং বর্তমানে কবরের উপরেই তার গাড়ী রাখছে কিংবা চলা ফেরা করছে। উক্ত কবরটি আমার পিতার বিধায় ছেলে হিসেবে জমি ক্রেতার এরূপ আচরণে আমি দারুণভাবে মর্মাহত। এ ব্যাপারে তাকে বলার পর সে উত্তর দিয়েছে কবর স্থানান্তর করা যায়। সুতরাং আপনি কবর স্থানান্তর করে নিন। আমি এ জায়গাটুকুর মূল্য পরিশোধ করে দিব।

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

ব্যাক্তি মালিকানাধীন কোন কবর যদি এত পুরাতন হয় যে, সেখানে দাফনকৃত লাশের অঙ্গ-প্রত্যঙ্গ মাটির সঙ্গে মিশে গিয়েছে বলে প্রবল ধারণা হয়, যা সাধারণত ১০/১২ বছরের মধ্যে হয়ে থাকে তাহলে এরূপ কবরের উপর মাটি ভরাট করে সমান করে তার উপর দিয়ে চলাফেরা করা কিংবা সেখানে গাড়ী রাখাতে কোন অসুবিধা নেই।

আর যদি কবরে মৃত ব্যক্তির হাড়সমূহ বাকী থাকে, তাহলে এরূপ কবরের উপর দিয়ে চলাচল করা বা সেখানে গাড়ী রাখা জায়িয হবে না। কেননা এর দ্বারা আশরাফুল মাখলুকাত আদম সন্তানের প্রতি অবমাননা প্রকাশ পায়।

উল্লেখিত কবরের জায়গা যদি ওয়াকফকৃত না হয়ে থাকে, তাহলে সেটা বিক্রয় করা জায়িয হবে, অন্যথায় নয়। উল্লেখ্য, উক্ত কবর স্থানান্তর করা জায়িয হবে না।

- والله اعلم باالصواب -

সূত্র

  • আলমগীরী, খন্ড: , পৃষ্ঠা: ১৬৭
  • ফাতাওয়া দারুল উলূম, খন্ড: , পৃষ্ঠা: ৪১১
  • ফাতাওয়া মাহমূদিয়া, খন্ড: , পৃষ্ঠা: ২২১

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২২ ফেব, ২১