আমি কোন এক মসজিদে নামায পড়তে যাই। ইতিমধ্যে দুই রাকা‘আত নামায চলেও গেছে। আমি তখন ইমাম সাহেবকে দেখি তার দাঁড়ি এক মুষ্টির কিছু কম, পরনে ছিল লুঙ্গি ও শার্ট। আমি তার পেছনে নামায পড়ে নেই। এখন আমার প্রশ্ন হল-
(১) এই ইমামের পিছনে নামায পড়া ঠিক হয়েছে কি-না?
(২) আবার অনেক সময় দেখা যায় নামাযের সময় চলে যাচ্ছে এ জন্য তাড়াতাড়ি করে মসজিদে গেলাম জামা‘আত ধরার জন্য। গিয়ে দেখি অযোগ্য লোক ইমামতী করছে। তখন কি করব ? এই ইমামের পিছনে কি নামায পড়ব ? জামা‘আতে নামায পড়া জরুরী বেশী ? নাকি জামা‘আত ত্যাগ করে একা একা পড়ে নিব?
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
শরী‘আতের দৃষ্টিতে দাঁড়ি রাখা ওয়াজিব। যাদের দাঁড়ি লম্বা হয় তাদের দাঁড়ির তিন দিকেই এক মুষ্টি পরিমাণ দাঁড়ি রাখা ওয়াজিব।
যদি কোন ব্যক্তি দাঁড়ি ছেঁটে-কেটে এক মুষ্টির কম করে রাখে, তাহলে সে ব্যক্তি ফাসিক গণ্য হবে। আর ফাসিক ব্যক্তির ইমামতী মাকরূহে তাহরীমী। তার পিছে নামায পড়াও মাকরূহে তাহরীমী। যদি কোন ব্যক্তি এ ধরনের ইমামের পিছনে ঘটনাক্রমে নামায পড়ে ফেলে, তাহলে নামায হয়ে যাবে। ঐ নামায দোহরাতে হবে না। এরূপ ক্ষেত্রে একা নামায না পড়ে এ ধরনের ইমামের পিছনে জামা‘আতে শরীক হবে এটাই কর্তব্য।
- والله اعلم باالصواب -