একই ব্যক্তির আযান ও ইমামতী

ইসলামী জিন্দেগীনামায২৪ ফেব, ২১

প্রশ্ন

পাঁচ ওয়াক্ত নামাযে একই ব্যক্তি আযান দিতে এবং ইমামতী করতে পারবে কি-না?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

একই ব্যক্তি আযান দিয়ে জামা‘আতের ইমামতী করতে শরী‘আতের দৃষ্টিতে কোন আপত্তি নেই। এমনকি ইমাম সাহেব ইকামত দিলেও কোন অসুবিধা নেই। হযরত উমর ফারুক e থেকে এর প্রমাণ পাওয়া যায়। তিনি বলতেন, খিলাফতের দায়িত্ব আমার কাধে না থাকলে আমি নিজেই আযান দিয়ে নামাযের ইমামতী করতাম। তাছাড়া ইমাম আবূ হানীফা i নিজে আযান দিয়ে ইমামতী করতেন।

- والله اعلم باالصواب -

সূত্র

  • ফাতাওয়া দারুল উলূম, খন্ড: , পৃষ্ঠা: ৯৫
  • ফাতাওয়া শামী, খন্ড: , পৃষ্ঠা: ৪০১

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৪ ফেব, ২১