দাঁড়িকর্তনকারীর ইমামতী

ইসলামী জিন্দেগীনামায২৪ ফেব, ২১

প্রশ্ন

জনৈক লোক আমাকে বলে যে, দাঁড়ি কেটে বা ছেটে যদি এতটুকু রাখা হয়, যা ৪০(চল্লিশ) হাত দূরে থেকে দেখা যায়, তাহলে এমন ইমামের পিছনে নামায পড়া যাবে। এই সম্বন্ধে শরী‘আতের হুকুম কি?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

তার কথা ঠিক নয়। এর কোন ভিত্তি নাই। বরং এক মুষ্টি হওয়ার পূর্বে দাঁড়ি কাট-ছাট করা হারাম। কেউ যদি এক মুষ্টির আগেই কাটে বা ছাটে তাহলে তার পিছনে নামায পড়া যাবে না। শরী‘আতের দৃষ্টিতে সে ফাসিক। সে ইমামতের অযোগ্য। তার ইমামতী করা বা আযান-ইকামত দেয়া নাজায়িয। তাকে ইমাম বা মুআযযিন পদে নিয়োগ বা বহাল রাখা কর্তৃপক্ষের জন্য নাজায়িয।

- والله اعلم باالصواب -

সূত্র

  • ফাতাওয়া শামী, খন্ড: , পৃষ্ঠা: ৪১৪
  • ফাতাওয়া দারুল উলূম, খন্ড: , পৃষ্ঠা: ২৪০
  • আযীযুল ফাতাওয়া, পৃষ্ঠা: ২০১

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৪ ফেব, ২১