ধূমপায়ীর ইমামতী

ইসলামী জিন্দেগীনামায২৪ ফেব, ২১

প্রশ্ন

আমাদের নিকটবর্তী এক মসজিদের ইমাম সাহেব এক মুষ্টির ভিতরে দাড়ী কাটেন, লাহনে জলী কিরা‘আত পড়েন এবং ধূমপান করেন। উক্ত ইমামের পিছে নামায পড়া জায়িয হবে কি?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

এক মুষ্টির ভিতরে দাড়ী কাটা হারাম। যে ব্যক্তি এ হারাম কাজে লিপ্ত হবে শরী‘আতের অন্যান্য আহকাম পুরাপুরি পালন করা সত্ত্বেও সে ফাসিক বলে বিবেচিত হবে। আর ফাসিকের পিছে নামায পড়া মাকরূহে তাহরীমী । তদুপরি বিড়ি-সিগারেট পান করা মাকরূহ। বিড়ি-সিগারেট পান করার পর মুখ পরিষ্কার করা ব্যতীত মসজিদে যাওয়া নিষেধ। এর দ্বারা মানুষদের এবং ফেরেশতাদেরকে কষ্ট দেয়া হয়। তাছাড়া এটা স্বাস্থের জন্যও খুব ক্ষতিকর। আর নামাযের কিরাআতে লাহানে জলী পড়লে ক্ষেত্র বিশেষে নামায ফাসিদ হয়ে যায়।

সুতরাং উল্লেখিত তিন প্রকার দোষে আক্রান্ত ব্যক্তিদের ইমাম পদে নিয়োগ করা বা বহাল রাখা জায়িয নয়। তার পিছে নামায পড়া মাকরূহে তাহরীমী। এজন্য দ্রুত ঐ ব্যক্তিকে ইমামের পদ থেকে অপসারণ করে দীনদার, পরহেযগার, মুত্তাকী ও সহীহ আকীদা সম্পন্ন আলেমকে ইমাম পদে নিয়োগ করা কমিটির অপরিহার্য দায়িত্ব। নতুবা মুসল্লিদের নামাযের ক্ষতির জন্য মুতাওয়াল্লী বা কমিটি দায়ী হবে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • ফাতাওয়া মাহমূদিয়া, খন্ড: , পৃষ্ঠা: ১০৫
  • ফাতাওয়ায়ে রাহীমিয়া, খন্ড: , পৃষ্ঠা: ৩৫০
  • ফাতাওয়ায়ে শামী, খন্ড: , পৃষ্ঠা: ৫৫০

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৪ ফেব, ২১