আমরা জানি ইমাম মাহদী নামে আল্লাহর এক খাস বান্দা মুসলমানের নেতৃত্য দিতে দুনিয়াতে আসবেন। সবাই ইমাম মাহদীর নামের সাথে আলাইহিস সালাম ব্যবহার করে থাকে। এটা কী ঠিক আছে?
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
পৃথকভাবে ইমাম মাহদী-এর সাথে আলাইহিস সালাম না বলাই ভাল। যেহেতু এটা পারিভাষিকভাবে নবী এবং ফেরেশতাগণের জন্য খাস। তবে মাহদী আলাইহির রিযওয়ান বলা ঠিক আছে।
- والله اعلم باالصواب -