মাসবূক ভুলবশতঃ ইমামের সাথে সালাম ফিরিয়ে ফেললে

ইসলামী জিন্দেগীনামায২২ ফেব, ২১

প্রশ্ন

(ক) কোন ব্যক্তি চার রাকা‘আত ওয়ালা ফরয নামাযের তিন রাকা‘আত ইমাম সাহেবের সাথে আদায় করেছে। সে ভুলবশতঃ ইমাম সাহেবের সাথে ডান দিকে সালাম ফিরিয়ে দিয়েছে। সাথে সাথে মনে হল যে, তার এক রাকা‘আত বাকী রয়েছে। তাই ইমাম সাহেব বাম দিকে সালাম ফিরানোর সময় সে উঠে বাকী রাকা‘আত আদায় করল। এতে তার নামাযের কোন ক্ষতি হবে কি-না?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

প্রশ্নের বিবরণ অনুযায়ী তার নামায সহীহ হয়ে গেছে, তবে ইমামের একদম সাথে সাথে সালাম ফিরিয়ে থাকলে সাহু সিজদা লাগবে না। আর যদি ইমামের ‘আসসালামু’ শব্দ শেষ হওয়ার পর সালাম ফিরিয়ে থাকে, তাহলে সাহু সিজদাহ করে নিলে তার নামায সহীহ হয়ে যাবে।

উল্লেখ্য, তিনি ইমামের বাম দিকে সালামের সময় যে অবশিষ্ট নামায পূর্ণ করার জন্য উঠেছেন, এটা মুস্তাহাব নিয়ম নয়। বরং মুস্তাহাব নিয়ম হল- ইমামের উভয় দিকে সালাম ফিরানোর পর সামান্য দেরী করে তারপরে উঠা।

- والله اعلم باالصواب -

সূত্র

  • আল বাহরুর রায়িক, খন্ড: , পৃষ্ঠা: ১০০
  • আহসানুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ২৪
  • ফাতাওয়া শামী, খন্ড: , পৃষ্ঠা: ৮২

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২২ ফেব, ২১