নূহ আলাইহিস সালাম এর ছেলের নাম

মাসিক আল কাউসারবিবিধ২ মার্চ, ২১

প্রশ্ন

আমরা বিভিন্ন ওয়াজে শুনি যে, যখন হযরত নূহ D কিশতীতে আরোহণ করলেন তখন তাঁর এক সন্তান, যে কাফের ছিল সে বন্যাতে ডুবে গিয়েছিল। জানতে চাই, নূহ D -এর ঐ সন্তানের নাম কী? কেউ বলেন, ‘ইয়াম’ কেউ বলেন, কিনআন। সঠিক কোনটি?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

ঐ সন্তানের নাম কিনআন এবং ইয়াম উভয়টিই। তারীখ ও তাফসীরের গ্রন্থসমূহে দুটি নামই এসেছে। কেউ কিনআন বলেছেন আবার কেউ বলেছেন ইয়াম। তবে তারীখের সুপ্রসিদ্ধ গ্রন্থ ‘আলকামিল ফিততারীখ’ এ বলা হয়েছে, ঐ সন্তানের নাম কিনআন, যাকে ইয়ামও বলা হয়।

- والله اعلم باالصواب -

সূত্র

  • আলবিদায়া ওয়ান নিহায়া, খন্ড: , পৃষ্ঠা: ১৭৬
  • আলকামিল ফিততারীখ, খন্ড: , পৃষ্ঠা: ৭৩
  • আলকাশশাফ যমখশারী, খন্ড: , পৃষ্ঠা: ৩৯৬
  • তাফসীরে তাবারী, খন্ড: , পৃষ্ঠা: ৪৫
  • তাফসীরে মাযহারী, খন্ড: , পৃষ্ঠা: ৮৮
  • মাআরিফুল কুরআন, খন্ড: , পৃষ্ঠা: ৬২৪
  • তাফসীরে কুরতুবী, খন্ড: , পৃষ্ঠা: ৩৮
  • তাফসীরে ইবনে কাসীর, খন্ড: , পৃষ্ঠা: ৪৮৯

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২ মার্চ, ২১