আকীকার হুকুম, সময় ও বাচ্চা ভূমিষ্ট হওয়ার পর করণীয়

ইসলামী জিন্দেগীকুরবানী ও আকিকা২৩ ফেব, ২১

প্রশ্ন

আকীকা করা সুন্নাত না ওয়াজিব? কত দিনের মধ্যে আকীকা করতে হয়। কুরবানীর জানোয়ার – এর সাথে আকীকা বা ওলীমার অংশ একত্র হতে পারে কি? সন্তান ভূমিষ্ট হওয়ার পর আর কি করণীয় আছে?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

হানাফী মাযহাবে আকীকা করা সুন্নাত। উত্তম হলো কারো ছেলে বা মেয়ে ভূমিষ্ট হলে, ৭ম দিনে তার নাম রাখা ও আকীকা করা। আকীকা দ্বারা বিভিন্ন বালা-মুসীবত দূর হয়ে যায় এবং বিপদ-আপদ থেকে রক্ষা পাওয়া যায়।

আকীকা পদ্ধতি হল-ছেলে হলে দু’টি বকরী বা দু’টি ভেড়া এবং মেয়ে হলে একটি বকরী বা একটি ভেড়া যবেহ করাবে। তাছাড়া বাচ্চার মাথার চুল মুণ্ডাবে এবং সংগতি থাকলে চুলের সমপরিমাণ স্বর্ণ বা রৌপ্য দান করে দিবে। আর ইচ্ছা করলে বাচ্চার মাথায় জাফরান লাগাবে।

কুরবানীর উট, গরু বা মহিষের মধ্যে আকীকার অংশ বা ওলীমার অংশ একত্রে হতে পারে, তাতে শরীয়তের দৃষ্টিতে কোন অসুবিধা নেই। অবশ্য কুরবানীর জানোয়ারের মধ্যে কোন অংশ শুধু গোশ্ত খাওয়ার জন্য হতে পারে না।

- والله اعلم باالصواب -

সূত্র

  • তিরমিজী, খন্ড: , পৃষ্ঠা: ২৭৮
  • ফাতাওয়া মাহমূদিয়া, খন্ড: , পৃষ্ঠা: ২৯৬
  • ফাতাওয়া রহীমিয়া, খন্ড: , পৃষ্ঠা: ৯১

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৩ ফেব, ২১