সন্তান ভূমিষ্ট হওয়ার পরের রূসম-রেওয়াজ

মাসিক আল কাউসারবিবিধ১৯ এপ্রিল, ২১

প্রশ্ন

আমরা জানি, সন্তান ভূমিষ্ট হওয়ার সপ্তম দিন চুল কাটা, আকীকা এবং নাম রাখতে হয়। আমার জানার বিষয় হল, এ তিনটির মধ্যে কোনটি আগে আর কোনটি পরে করতে হয়। এক্ষেত্রে ধারাবাহিকতা রক্ষা করার কোনো নিয়ম শরীয়তে আছে কি?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

এই তিনটি কাজের মধ্যে ধারাবাহিকতা বজায় রাখা জরুরি নয়। আগে পরে যেভাবেই করা হোক তা আদায় হয়ে যায়। তবে সন্তানের মাথার চুল কাটার আগে আকীকা করা মুস্তাহাব। হযরত ইবনে জুরাইজ i বলেন, বাচ্চার মাথার চুল কাটার পূর্বে যবাই করবে। -মুসান্নাফ আবদুর রাযযাক, ৪/৩৩০

আর আকীকার আগে বা পরে এমনকি সপ্তম দিনের আগেও সন্তানের নাম রাখা যায়। তবে আকীকা করার আগেই নাম রেখে নেওয়া উত্তম।

তাবেয়ী কাতাদাহ i বলেন, প্রথমে বাচ্চার নাম রাখা হবে। অতপর সপ্তম দিন (পশু) যবাই করা হবে এবং এরপর মাথা মুন্ডানো হবে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • মুসান্নাফ আবদুর রাযযাক, খন্ড: , পৃষ্ঠা: ৩৩৩
  • কিতাবুল মাজমূ’, খন্ড: , পৃষ্ঠা: NaN
  • আলমুফাসসাল ফী আহকামিল, পৃষ্ঠা: NaN
  • তুহফাতুল মাওদূদ বিআহকামিল মাওলূদ 86,, পৃষ্ঠা: ৯৯
  • আলমুগনী, ইবনে কুদামা, খন্ড: ১৩, পৃষ্ঠা: ৩৯৭

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১৯ এপ্রিল, ২১