অসুস্থতার কারণে কোন জিনিসের উপর সিজদা করা

ইসলামী জিন্দেগীনামায১৯ ফেব, ২১

প্রশ্ন

আমার পিতা অসুস্থ। তিনি অপরাগতার কারণে নামাযে সিজদা করতে পারছেন না। সিজদার সময় কোন জিনিষ তার কপালের দিকে উঁচু করে রাখলে জায়িয হবে কি-না? যার উপর তিনি সিজদা করবেন।

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

অপারগতার কারণে সিজদা না করতে পারলে তার জন্য ইশারায় (মাথা সম্ভব মত নীচু করে রেখে) সিজদা করাই যথেষ্ট। কোন কিছু উঁচু করে ধরার প্রয়োজন নেই।

- والله اعلم باالصواب -

সূত্র

  • খুলাসাতুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ১৯৬
  • আলমগীরি, খন্ড: , পৃষ্ঠা: ১৩৬

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১৯ ফেব, ২১