আমার পিতা অসুস্থ। তিনি অপরাগতার কারণে নামাযে সিজদা করতে পারছেন না। সিজদার সময় কোন জিনিষ তার কপালের দিকে উঁচু করে রাখলে জায়িয হবে কি-না? যার উপর তিনি সিজদা করবেন।
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
অপারগতার কারণে সিজদা না করতে পারলে তার জন্য ইশারায় (মাথা সম্ভব মত নীচু করে রেখে) সিজদা করাই যথেষ্ট। কোন কিছু উঁচু করে ধরার প্রয়োজন নেই।
- والله اعلم باالصواب -