ওজরের কারনে শুধু নাকের উপর সেজদা করা

মাসিক আল কাউসারনামায২৬ ফেব, ২১

প্রশ্ন

এক ব্যক্তি বাস থেকে পড়ে কপালে খুব আঘাত পেয়েছে, তাই সে কপালের উপর সিজদা করতে সক্ষম নয়। সে নাকের উপর সিজদা করে। জানতে চাই, ঐ ব্যক্তির নাকের উপর সিজদা করার কারণে তার নামায হয়েছে কি না?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

সিজদায় কপাল এবং নাক রাখা জরুরি। কোনো ওযরের কারণে সিজদায় কপাল জমিনে রাখা সম্ভব না হলে শুধু নাক দ্বারা সিজদা করা জায়েয। প্রশ্নের বর্ণনা অনুযায়ী ঐ ব্যক্তি যেহেতু কপাল রাখতে সক্ষম নয় তাই তার জন্য শুধু নাকের উপর সিজদা করা জায়েয হয়েছে এবং তার নামায সহীহ হয়েছে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • আলমাবসূত সারাখসী, খন্ড: , পৃষ্ঠা: ২১৭
  • আলমুহীতুল বুরহানী, খন্ড: , পৃষ্ঠা: ৩৩
  • আলবাহরুর রায়েক, খন্ড: , পৃষ্ঠা: ১১৩
  • খুলাসাতুল ফাতাওয়া , খন্ড: , পৃষ্ঠা: ১৯৬
  • ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: , পৃষ্ঠা: ১৩৬
  • আদ্দুররুল মুখতার, খন্ড: , পৃষ্ঠা: ১৩৫
  • শরহুল মুনইয়াহ, পৃষ্ঠা: ২৮৩

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৬ ফেব, ২১