নামাযের মধ্যে একটি সিজদা ভুলে গেলে

ইসলামী জিন্দেগীনামায২২ ফেব, ২১

প্রশ্ন

নামাযের মধ্যে যদি কেউ একটি সিজদা ভুলে যায় এবং নামায শেষ করার পরে মনে আসে, তখন কি করণীয় ? আর যদি সন্দেহ হয় যে, ১টি সিজদা দিলাম, না কি দু’টি দিলাম তখন কি করণীয় ?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

নামাযের মধ্যে যদি কেউ একটি সিজদা ভুলে যায়, অতঃপর নামায শেষ করার পরে মনে আসে, তখন উভয় দিকে সালাম ফিরানো সত্ত্বেও যদি সিনা কিবলা থেকে না ফিরে থাকে এবং সেরূপ কোন কথাবার্তা না বলে থাকে, তাহলে তৎক্ষণাত উক্ত সিজদাটি আদায় করে সাহু সিজদাহ করবে । আর যদি সেই সিজদা আদায়ের অবকাশ না থাকে অর্থাৎ সালামের পর কথাবার্তা বলে ফেলেছে বা কিবলার দিক থেকে সিনা ঘুরে গিয়েছে বা উযু চলে গিয়েছে, তাহলে নামায পুনরায় পড়তে হবে । কারণ প্রতি রাকাআতে দু’টি সিজদাহ করা ফরয ছিল । ১টি সিজদাহ না করার কারণে তার জিম্মায় ফরয রয়ে গিয়েছে । আর ফরয ছুটে গেলে নামায পুনরায় পড়তে হয়।

নামায শেষ করার পরে একটি সিজাদাহ করেছে না দু’টি করেছে এ নিয়ে সন্দেহ হলে তা ধর্তব্য নয় । অর্থাৎ এর জন্য তাকে কিছুই করতে হবে না । হ্যাঁ, যদি পূর্ণ বিশ্বাস বা প্রবল ধারণা হয় যে, কোন এক রাকা‘আতে সিজদা একটি করেছে, তাহলে পূর্ব বর্ণিত তাফসীল অনুযায়ী আমল করবে ।

- والله اعلم باالصواب -

সূত্র

  • আহসানুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ৪৪

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২২ ফেব, ২১