নামাযের সেজদা ভুলে গিয়ে তা পরে আদায় করলে সাহু সেজদা দেওয়া প্রয়োজন কিনা

মাসিক আল কাউসারনামায৪ জানু, ২১

প্রশ্ন

একদিন যোহরের নামাযের সময় প্রথম রাকাতের দ্বিতীয় সিজদাটি ভুলে যাই। তৃতীয় রাকাতের সিজদা আদায় করার পর স্মরণ হলে সাথে সাথে ভুলে যাওয়া সিজদাটি আদায় করে নিই। প্রশ্ন হচ্ছে, এরপর কি এ ভুলের কারণে আমার উপর সিজদায়ে সাহু করা জরুরি ছিল?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

হাঁ, প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার জন্য সিজদায়ে সাহু করা জরুরি ছিল। কেননা এক্ষেত্রে আপনি সিজদাটি আদায় করলেও তা বিলম্বে আদায় করেছেন। আর এমন বিলম্বের কারণে সিজদায়ে সাহু করা ওয়াজিব।

- والله اعلم باالصواب -

সূত্র

  • কিতাবুল আছল, খন্ড: , পৃষ্ঠা: ২০৬
  • বাদায়েউস সানায়ে, খন্ড: , পৃষ্ঠা: ৪০১
  • আলবাহরুর রায়েক, খন্ড: , পৃষ্ঠা: ৯৪
  • ফাতহুল কাদীর, খন্ড: , পৃষ্ঠা: ৪৩৮
  • ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: , পৃষ্ঠা: ১২৭

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ৪ জানু, ২১