যে ব্যক্তির হাত নেই বা কবজি কনুই পর্যন্ত কাটা তার ইমামতী জায়িয কি-না?
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
যে ব্যক্তির হাত নেই বা কবজি কনুই পর্যন্ত কাটা তার ইমামতী জায়িয আছে। তবে যে ব্যক্তির উভয় হাত ভাল তাকে ইমাম বানানো উত্তম।
- والله اعلم باالصواب -